ফেরীর সাথে পদ্মা সেতুর পিলারের সংঘর্ষের ঘটনায় মন্ত্রনালয়ের টিমের ঘটনাস্থল পরির্দশন
- আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শুক্রবার সকালে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে রোরো ফেরী শাহ জালালের সাথে পদ্মা সেতুর ১৭ নাম্বার পিলারের সংঘর্ষের ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রনালয়ের একটি টিম ঘটনা স্থল পরির্দশন করেন।
সকাল ৯ টায় শিমুলিয়া ঘাট থেকে রোরো ফেরী শাহ পরানে করে নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী,বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,বিআইডব্লিউটিসির পরিচালক শাহীনুর রহমান ভূইয়া, টিসির এজিএম সফিকুল ইসলাম, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য বিআইডব্লিউটিসির এজিএম মেরিন আহম্মেদ আলী, এজিএম রুবেলুজ্জামানসহ সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময়ে তারা পদ্মা সেতুর ১৭ নাম্বার পিলারের আশ পাশ ঘুরে দেখেন। রাতে পদ্মা সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের শিবচর থানায় জিডি করেন। জিডিতে ওই ফেরির চালকের লাইসেন্স ও দক্ষতাসহ ঘটনার তদন্তের বিষয়টি উল্লেখ রয়েছে। এদিকে, গতকাল রাত তিনটায় রোরে ফেরী শাহ্ জালালের মাস্টার আব্দুর রহমানকে মাদারীপুরে শিবচর থানা পুলিশ আটক করে।