ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে রোহিঙ্গা শরণার্থীদের মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে রোহিঙ্গা শরণার্থীরা।
রোহিঙ্গাদের অভিযোগ, ফেসবুক তাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র তৈরি করে দিয়েছে, যার ফলাফল হিসেবে মিয়ানমারে সেনা অভিযানে ১০ হাজারের মতো রোহিঙ্গা মুসলমানের প্রাণহানী হয়, আর দেশ ত্যাগে বাধ্য হয় আরও কয়েক লাখ মানুষ। ফেসবুক এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিষ্ঠানটির করপোরেট নাম এখন মেটা। ফেসবুকের বিরুদ্ধে ‘বছরের পর বছর ধরে বিদ্বেষ ও বিপজ্জনক মিথ্যা তথ্য ছড়ানোয়’ সায় দেয়ার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সান ফ্রান্সিসকোতে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে বলা হয়, ফেসবুক দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট দেশের বাজারে ভালভাবে প্রবেশের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন বলি দিতে পর্যন্ত প্রস্তুত ছিল।