ফেসবুকে প্রতারণা চক্রের ১২ বিদেশি নাগরিক ও একজন ভুয়া কাস্টমস কর্মকর্তাকে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ফেসবুকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত চক্রের ১২ বিদেশি নাগরিক ও একজন ভুয়া নারী কাস্টমস কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃত বিদেশিরা বৈধ কোন কাগজপত্র ও পাসপোর্ট ছাড়া দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
একজন ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম এর একটি টিম রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিদেশি নাগরিক ও একজন ভুয়া নারী কাস্টমস কর্মকর্তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে অভিনব কায়দায় বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সাথে ফেসবুকে বন্ধুত্ব করে দামী পার্সেল পাঠানোর নামে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।
এনিয়ে বিস্তারিত জানাতে দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।
গ্রেফতারকৃতরা বিরুদ্ধে প্রতারণার মামলার পাশাপাশি অবৈধভাবে দেশে বসবাস করায় ফরেনার্স কন্ট্রোল এ্যাক্টেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বিদেশি নাগরিকদের কাছে বাসা ভাড়া দেয়ার পূর্বে তাদের বৈধ কাগজপত্র যাচাই ও পুলিশকে অবহিত করার পাশাপাশি ফেসবুকে অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট ও উপহার গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানান শেখ মোঃ রেজাউল হায়দার।