ফেসবুকে বন্ধুত্ব অত:পর প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া চক্রের চার বিদেশীকে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ফেসবুকে বন্ধুত্ব তারপর প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের চার বিদেশীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডি’র বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তাদের কাছ থেকে কয়েকটি পাসপোর্ট, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গ্রেফতারকৃতরা হলেন, সিসম, মরো মহাম্মদ, মরিসন ও এন্থনী। তারা ২০১২ সালে নাইজেরিয়া ও ঘানা থেকে ষ্টুডেন্ট ও খেলোয়াড় ভিসায় বাংলাদেশে আসেন বলে জানান সৈয়দা জান্নাত আরা। এই চক্রটি ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলার পর দামী উপহার সামগ্রী পাঠানোর লোভ দেখিয়ে এয়ারলাইন্স ও কাস্টমসের শুল্ক বাবদ বড় অঙ্কের অর্থ দাবি করে বলে অভিযোগ রয়েছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, যেসব ক্লাব এদের বাংলাদেশে এনেছে, তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে। এযাবৎকালে দেশে অবৈধভাবে কত বিদেশী অবস্থান করছে- সে বিষয়ে এসবির ইমিগ্রেশন বিভাগের সাথে আলোচনা করার কথাও জানান সৈয়দা জান্নাত আরা।