ফেসবুক স্ট্যাটাসের জন্য আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ।
ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট, জঙ্গিবাদে উসকানি এবং দেশের তরুণ সমাজকে জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে উদ্বুদ্ধের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান শাহিন এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার কর্মকর্তা জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগে মতামতের জন্য পাঠানো হচ্ছে। সাইবার বিভাগের মতামতের ভিত্তিতে মামলা হিসেবে গ্রহণ করা হবে কিনা? সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।