ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার।
সকালে ঢাকার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভূয়া আইডি খুলে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেয়া জালিয়াত চক্রের দুই সদস্যকে গাজীপুর ও রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো জাকারিয়া ও একরামুল হক রাজু। তাদের কাছ থেকে স্মার্টফোন, টাকা লেনদেনের বিকাশ একাউন্টের সিমসহ ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এসময়ে হাফিজ আকতার আরো জানান, মেয়রের এপিএস মনিরুল ইসলাম শাহবাগ থানায় এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে ডিবির অভিযানে গ্রেফতার করা হয় তাদের। এছাড়া, আলাদা অভিযোগে পিসি লিংক পাঠিয়ে লোভনীয় অফার দিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি কম্পিউটার, দুটি স্মার্টফোন ও ৭টি সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা প্রতারণার দায় স্বীকার করেছে বলেও জানান অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার।