ফ্রান্সের চার্চে হামলাকারী যুবক তিউনিশিয়া থেকে ফ্রান্সে এসেছে
- আপডেট সময় : ০৭:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ফ্রান্সের নটরডেম চার্চে হামলাকারী ২১ বছর বয়সী যুবক কিছুদিন আগে তিউনিশিয়া থেকে ফ্রান্সে এসেছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। গত মাসে একটি অভিবাসন প্রত্যাশী নৌকা থেকে ইতালির ল্যাম্পেদুসা দীপে নামার পর রেডক্রস তাকে ওই প্রমাণপত্র দেয়।
এদিকে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। রাস্তায় রাস্তায় চলছে সেনাবাহিনীর টহল। শিল্প আর সাহিত্যের প্যারিস যেন ভয় আর আতঙ্কের। শুরুটা বির্তকিত রম্য ম্যাগাজিন শার্লি এবদো’র মহানবীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ থেকে। দেশটির এমন পরিস্থিতির জন্য খোদ ইমানুয়েল ম্যাক্রোঁকেই দোষারোপ করছেন ফ্রান্সের সাধারণ মানুষ। তারা বলছেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারেন না ম্যাক্রোঁ। ফ্রান্সের বিভিন্ন জায়গায় একের পর এক হামলা সেই চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে নটর ডেম বেসিলিকা চার্চে ছুরিকাঘাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় আটক করা হয় ওই যুবককে।