ফ্রান্সে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’
- আপডেট সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
‘আইএইচইউ’…. ফ্রান্সে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন। বিশ্ব যখন করোনাভাইরাসের অতিসংক্রমক ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করছে, তখনই নতুন ধরনের ভাইরাসের আবির্ভাব। এদিকে, উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ায় ১১ লাখ মানুষের শহরে লকডাউন দিয়েছে চীন। মক্কা ও মদীনায় নতুন করে বিধিনিষেধ দিয়েছে সৌদিসরকার।
ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন। যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন। গবেষকরা জানান, ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ফলে করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। তবে নতুন ধরনটি কতটা সংক্রামক তা এখনও জানাননি গবেষকরা। এদিকে, চীনের হেনান প্রদেশের জেলা পর্যায়ের শহর ইউঝৌ শহরটির গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিত্যপণ্য ছাড়া সব দোকানপাটও বন্ধ রাখতে বলা হয়েছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরব। এক সরকারি কর্মকর্তার বরাতে জানা যায়, পবিত্র দুই নগরীতে নামাজ পরতে আসা এবং উমরাহ্ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন এক হাজার ৮২৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট ছয় হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে।