ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদাল ও জকোভিচ
- আপডেট সময় : ০৯:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদাল ও জকোভিচ। তৃতীয় রাউন্ডের ম্যাচে নেদারল্যান্ডসের ভ্যান ডি জান্ডস্কুলপকে সরাসরি সেটে হারিয়েছে নাদাল।
একই ব্যবধানে স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে গেলো জোকোভিচ। প্রথম সেটে ৬-৩ ব্যধানে জান্ডস্কুলপকে হারান নাদাল। দ্বিতীয় সেট জিতেন ৬-২ গেমে। তৃতীয় সেটে জান্ডস্কুলপ কিছুটা প্রতিরোধ গড়লেও ৬-৪ গেমে জিতে প্রি-কোয়ার্টারে উঠেছেন নাদাল। এবারের আসরে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে সরাসরি সেটে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে হারাতেও বেগ পেতে হয়নি এই স্প্যানিশ তারকাকে। এদিকে, প্রথম রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-৩, ৬-১ ও ৬-০ সেটে সহজে হারালেও দ্বিতীয় রাউন্ডে কিছুটা প্রতিরোধের মুখে পড়েন জোকোভিচ। তবে শেষ পর্যন্ত ৬-২,৬-৩ ও ৭-৬ সেটে রাউন্ড জিতে নেয় এই তারকা।