ফ্রেঞ্চ লিগে এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ৫-০ গোলের বড় জয় পিএসজি’র
- আপডেট সময় : ০৬:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগে নিজেদের শেষ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে মেটজের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে শিরোপা উৎসব করেছে পিএসজি।
আগেই শিরোপা নিশ্চিত করা পিএসজির জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। ঘরের মাঠে শুরু থেকে আদিপাত্য দেখায় পিএসজি। ২৫ মিনিটে এমবাপ্পের গোলে লিড নেয় প্যারিসিয়ানরা। ২৮ মিনিটে মেসির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ৩২ মিনিটে নেইমারের গোল ৩-০ তে লিড নিয়ে বিরতিতে যায় পচেত্তিনো শিষ্যরা। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৭ মিনিটে মেসির শট বার পোস্টে লেগে ফিরে আসলে বক্সের ভেতর থাকা ডি মারিয়া ফিরতি বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে পিএসজির হয়ে নিজের শেষ গোলটি করে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখেন। পরে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনো শিষ্যরা।