ফ্রেঞ্চ লিগে দুই গোলের লিড নিয়েও জয় পায়নি পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগে দুই গোলের লিড নিয়েও জয় পায়নি প্যারিস সেইন্ট জার্মেই। স্ত্রাসবুর্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি।
চার ম্যাচ হাতে রেখেই আগেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে ফেলেছে প্যারিসিয়ানরা। তাই মৌসুমের বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় স্ত্রাসবুর্গ। ম্যাচের তিন মিনিটে গোল করেন গামেইর। ২০ মিনিট পরই এমবাপ্পের গোলে সমতায় ফেরে প্যারিসিয়ানরা। বিরতি থেকে ফিরে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে দেন আশরাফ হাকিমি ও এমবাপ্পে। ৭৫ মিনিটে পিএসজির আত্মঘাতী গোলে ব্যাবধান কমায় স্ত্রাসবুর্গ। আর ম্যাচের অতিরিক্ত সময়ে অ্যান্থনি ক্যাসির গোলে ৩-৩ সমতায় শেষ হয় খেলা।