ফ্রেঞ্চ লিগে রাতে মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শিরোপা নিশ্চিত করার মিশনে ফ্রেঞ্চ লিগে রাতে মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি। প্রতিপক্ষ লেন্স। পার্ক দ্যা প্রিন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লিগ শিরোপা প্রায় নিশ্চিত পাচেত্তিনো শীষ্যদের। ৩৩ রাউন্ড শেষে লিগের দুইয়ে থাকা মার্সেই থেকে ১৫ পয়েন্টে এগিয়ে প্যারিসিয়ানরা। লিগে এথনও বাকি পাঁচ ম্যাচ। এ ম্যাচে ড্র হলেই শিরোপা নিশ্চিত হবে পিএসজির। ম্যাচে পূর্ন শক্তির দলই পাচ্ছেন পিএসজি বস মৌরিসিও পচেত্তিনো। ইনজুরির কারনে শেষ ম্যাচে অনুপস্থিত থাকার পর এ ম্যাচে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাই এ ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে।