ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি। মেসির জোড়া গোলে ড্রয়ের বৃত্ত ভাঙ্গল মৌরিসিও পচেত্তিনোর শিষ্যরা। মন্টপেলিয়েরকে ৪-০ গোলে হারিয়েছে তারা
আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়েছে পিএসজির। আনুষ্ঠানিকতার ম্যাচে মন্টপেলিয়ের আতিথ্য নেয় ফরাসি ক্লাবটি। শুরু থেকেই দাপট দেখানো দলটি লিড নেয় ৬ মিনিটেই। এমবাপ্পের অ্যাসিস্টে ওয়ান টাচে দুর্দান্ত গোল করেন লিওনেল মেসি। তবে ২০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন মেসি। এরপর ২৬ মিনিটে গোল উৎসবে যোগ দেন ডি মারিয়াও। প্রথম দুই গোলের যোগানদাতা এমবাপ্পে দ্বিতীয়ার্ধে আদায় করে নেন পেনাল্টি। স্পটকিক থেকে ৬০ মিনিটে পেনাল্টিতে গোল করে ৪-০ গোলে পিএসজির জয় নিশ্চিত করেন এই ফরাসি তারকা।