বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ
- আপডেট সময় : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টানা দু’দিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও গাড়ীচালকরা। এদিকে, পোশাক কারখানার মালিকরা শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন কারণে জেলার ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে।
বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয়দিনের মতো শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। চার মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই কর্মসূচি পালন করছে। মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, এ মহাসড়ক চলাচলকারী যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা।
গেল শনিবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকরা জানান, শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন কারণে জেলার ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।