বক্সিং-ডে টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বক্সিং-ডে টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারত। মেলবোর্নে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৫ রানের জবাবে ১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শেষ করেছে রাহানের দল। প্রথম দিন শেষ ১৫৯ রানে পিছিয়ে ভারত।
স্কোর বোর্ডে কোন রান যোগ না করেই আউট হন মায়াঙ্ক আগারওয়াল। মিচের স্টার্কের বলে এলবিডব্লিও’র ফাদে পরেন এই ওপেনার। তবে শুরুর বিপর্যয় সামাল দেন শুভমন গিল ও পুজারা।গিল ২৮ ও পুজারা ৭ রানে অপরাজিত আছেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে বুমরাহ-অশ্বিনের বোলিং তোপে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান মার্নাস লাবুশ্যানের। এছাড়া ট্রাভিস হেড ৩৮ আর ম্যাথুওয়েডের উইলো থেকে আসে ৩০ রান। বুমরাহ চারটি আর ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্ট জিতে চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।