বগুড়ায় ঈদের ছুটিতে মরিচ নিয়ে তুলকালাম
- আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
মরিচ উৎপাদনে উদ্বৃত্ত বগুড়ায় ঈদের ছুটিতে মরিচ নিয়ে তুলকালাম হয়েছে। ঈদের আগে সব রেকর্ড ভেঙ্গে সাতশত টাকা ছুঁয়েছিল কেজি। এখন অবশ্য নেমেছে ৪০০ টাকায়। এ নিয়ে ত্যাক্ত-বিরক্ত সাধারণ মানুষ। কৃষি বিভাগ বলছে, এক সপ্তাহের মধ্যেই মরিচের বাজার স্বাভাবিক হবে।
লাল মরিচের জন্য বিখ্যাত বগুড়া। রবি মৌসুমী উদ্বৃত্ত উৎপাদন হলেও খরা মাংসুমে উৎপাদনে ঘাটতি থাকে। ঘাটতি মেটাতে অন্য জেলা থেকে মরিচ আসে। ৭০ থেকে ৮০ টাকা কেজির মরিচ ঈদের দুই দিন আগে হঠাৎ করেই ৭০০ টাকায় ওঠে। অস্বাভাবিক দামে মরিচ কেনাবেচা চলে সব এলাকায়। বর্তমানে দাম কমে বগুড়ার রাজাবাজারে পাইকারি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকার উপরে।
মরিচের দাম নিয়ে ঝড় উঠেছে সব মহলে। সরকারিভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নেই।
এক সপ্তাহের মধ্যেই দাম কমতে পারে জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এবার খরা মৌসুমে বগুড়ায় ৭২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। কৃষি বিভাগের মতে, অতি ক্ষরায় মরিচের ফুল ঝরে যাওয়ায় উৎপাদন কম হয়েছে। একারনে বাজারের সংকট চলছে।