সবুজ সৌন্দর্যকে ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে প্রকৃতিপ্রেমিরা, বাড়ছে ছাদবাগান
- আপডেট সময় : ০৭:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইট-পাথরের শহুরে জীবনে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাই সবুজ সৌন্দর্যকে ধরে রাখতে বগুড়ায় নতুন উদ্যোগ নিয়েছে প্রকৃতিপ্রেমিরা। পাড়ায় পাড়ায় বাড়ছে ছাদবাগান। মনমাতানো পরিবেশ আর বিষমুক্ত সবজি চাষ করছে এখন অনেকেই।
খাজা ময়েন উদ্দিন একজন প্রকৌশলী। একটি বাড়ি একটি খামার প্রকল্পে, আগ্রহী হয়ে বগুড়া শহরের জহুরুল নগরে তার ছয়তলা বাড়ির ছাদে গড়ে তুলেছেন বাগান। ফুল, ফল আর সবজির অন্তত এক’শ জাতের গাছ লাগিয়েছেন তিনি। শুধু বাগান নয়, বায়োফ্লক্স পদ্ধতিতে তিনটি চৌবাচ্চায় করছেন মাছ চাষ। তার মতো এখন অনেকেই গড়ে তুলেছেন ছাদবাগান।
ছাদবাগান পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছে। প্রতিবেশিও পাচ্ছে সবজির সৌজন্য ভাগ।বাগান তৈরিতে উদ্যোক্তাদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ। প্রয়োজনীয় সহযোগিতা আর ঢাকার মতো পৌরকর রেয়াত দেয়া হলে বাগান আরো বাড়বে বলে মনে করেন, উদ্যোক্তারা।