বগুড়ার এডওয়ার্ড পৌর পার্ক বন্ধ থাকায় অবসর কাটানো, শরীরচর্চা আর সাংস্কৃতিক কর্মকান্ড স্থবির
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
প্রায় সাত মাস ধরে বন্ধ হয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী এডওয়ার্ড পৌর পার্ক। এতে অবসর কাটানো, শরীরচর্চা আর সাংস্কৃতিক কর্মকান্ড স্থবির হয়ে গেছে। পার্কটি খুলে দেয়ার দাবি জানিয়েছে, পৌরবাসী।
ভোরের সূর্য উঠার আগেই এখানে শুরু হয় স্বাস্থ্য সচেতনদের শরীরচর্চা। এরপর থেকেই শিশু-কিশোর, তরুন আর সব বয়সীদের পদচারণায় মুখর থাকে পৌর পার্ক। একে ঘিরেই চলে শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ড। যান্ত্রিক এই নগর জীবনে কিছুটা প্রশান্তি আর অবসর কাটাতে প্রতিদিন হাজারো মানুষ আসেন এখানে। কিন্তু, করোনার কারণে মার্চ থেকেই বন্ধ করে দেয়া হয় পার্কটি।
দীর্ঘদিন বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে শিশুদের খেলার রাইডগুলো। পুরো পার্কজুড়ে জমে গেছে আগাছা।
পার্ক খুলে দেয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।
দেড়’শ বছরের পুরোনো পার্কটি স্বাস্থ্যবিধি মেনে ব্যবহার করার অপেক্ষায় দিন গুণছে পৌরবাসী।