বগুড়ার দু’টি আসনের উপনির্বাচন পহেলা ফেব্রুয়ারি
- আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দু’টি আসনের উপনির্বাচন পহেলা ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। নানা কৌশলে চলছে গণসংযোগ, সভা, সমাবেশ। মাইকিংসহ শহরজুড়ে চলছে পোস্টারিং। তবে ভোটারদের মুখে মুখে এখন আছেন এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় আরিফ রেহমানের প্রতিবেদন।
বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টিসহ প্রার্থী ১১ জন। এ আসনে ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩। আবার বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে আওয়ামীলীগ কোন প্রার্থী না দিয়ে শরিকদল জাসদকে আসনটি ছেড়ে দিয়েছে। জাসদ ছাড়াও প্রার্থী হয়েছে জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস,স্বতন্ত্রসহ ৯ জন। এ আসনে ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯।
এক বছরেরও কম মেয়াদের নির্বাচন হলেও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মুখে-মুখে এখন স্বতন্ত্র প্রার্থীদের নাম ঘুরে ফিরছে।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়ার কথা জানান নির্বাচন অফিসার।
পহেলা ফেব্রুয়ারি ইভিএম-এ দুটি আসনে ভোট অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ ভোটের দাবি ভোটারদের।