বগুড়ার বাজারে ৬ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ
- আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পেঁয়াজ কিনতে এতদিন ক্রেতার চোখে ঝাঁজ দেখা গেলেও এবার পেঁয়াজ বিক্রি করতে গিয়ে চোখ দিয়ে পানি ঝড়ছে কৃষকের। চলতি বছর অস্বাভাবিক ভাবে কমেছে পেঁয়াজের দাম। বগুড়ার বাজারে সর্বনিম্ন ৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ফলে চরম লোকসানে পড়েছেন চাষীরা।
গেল বছর রমজানে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০ টাকার উপরে,এবার সেই পেঁয়াজ মিলছে মাত্র ৬ টাকায়। তবে সর্বোচ্চ বাজার দর ৩২ টাকা। দেশে উৎপাদিতসহ আমদানি করা সবরকম পেঁয়াজের দাম কমে গেছে। পেঁয়াজ ক্ষেতে পেঁয়াজ পাতায় বৃষ্টির পানি ধরে পঁচে যাচ্ছে পেঁয়াজের গাছ।
দাম কমে যাওয়ায় ক্রেতারা স্বস্তি পেলেও লোকসানে গুণছেন কৃষকরা। লাভতো দূরের কথা উৎপাদন খরচও উঠছে না তাদের।
তবে অচিরেই পেঁয়াজের দাম বাড়বে বলে জানালেন, ব্যবসায়ীদের এই নেতা।
কৃষক বাঁচাতে চলতি সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধসহ কার্যকরী উদ্যোগ দেখতে চান এ অঞ্চলের চাষী।