বগুড়ার শাহজানপুরের শাহনগর এখন সবজি চারার গ্রাম হিসেবে পরিচিতি
- আপডেট সময় : ০৬:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বগুড়ার শাহজানপুরের শাহনগর এখন সবজি চারার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন বিভিন্ন জাতের লাখ লাখ টাকার উচ্চ ফলনশীল সবজি চারা কেনাবেচা হচ্ছে এখানে। চারার গ্রামের সরকারি স্বীকৃতি আর কৃষি প্রণোদনা চান স্থানীয় কৃষকরা।
প্রায় ৩৭ বছর আগে স্থানীয় কৃষক আমজাদ হোসেন এলাকায় প্রথম শুরু করেন সবজি চারা উৎপাদন। লাভজনক হওয়ায় বাড়ছে চারাউৎপাদনে ঝুকছেন কৃষকরা। এখন আড়াইশোর বেশি নার্সারি গড়ে উঠেছে পুরো এলাকায়। উচ্চ ফলনশীল জাতের মরিচ,ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ বিভিন্ন চারা পাওয়া যায় গ্রামটিতে।
চারা উৎপাদন করেই পাল্টে গেছে এলাকার মানুষের ভাগ্য। কর্মসংস্থান হয়েছে অনেকের। আবার চারা কেনা- বেচায় প্রতিদিন সরগরম থাকে পুরো এলাকা।
গ্রীন হাউস স্থাপন, কৃষি প্রণোদনা আর সরকারিভাবে চারা নগরী ঘোষণার দাবি এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তার।
সবজি চারার গ্রামের জন্য সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত শীতকালীন সব ধরনের সবজির চারা উৎপন্ন হয় এই নগরে এবং তা মৌসুমে বিক্রি হয় ১০ কোটি টাকারও বেশি।