বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুরে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস নেমেছে
- আপডেট সময় : ০২:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুরে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস নেমেছে। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘর-বাড়ি। আতঙ্কিত নদী পাড়ে হাজারও মানুষ। এদিকে, ভাঙ্গন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
যমুনার ভাঙ্গন ভয়াবহ রূপ নিচ্ছে। একের পর এক ভাঙছে বাঁধ। চোখের পলকেই কামালপুর ইউনিয়নের ইছামারায় বাঁধের অন্তত ৪০০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর আগে ফকিরপাড়ায় ভেঙ্গে যায় আরো ৪০০ মিটার। গৃহহীন হয়ে পড়ে দু’শতাধিক পরিবার। কয়েক শো পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল ও বাঁধে।
ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে দারুণ কষ্টে আছে ক্ষতিগ্রস্তরা। সরকারি সহযোগিতা চান সকলেই।
নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলা হচ্ছে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
যমুনা নদীর পানি বর্তমানে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবাড়ার সঙ্গে বাড়ছে নদী ভাঙ্গন।
আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।