বগুড়ায় সংকট তৈরি হয়েছে পোশাকের, বেড়েছে দাম
- আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
ঢাকার বঙ্গবাজারে আগুন লেগে অন্তত ৪ হাজার পাইকারি পোশাকের দোকান পুড়ে গেছে। এর প্রভাব পড়েছে ঈদ মার্কেটগুলোতে।
এরই মধ্যে বগুড়ায় সংকট তৈরি হয়েছে পোশাকের। বেড়েছে দাম। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান।ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব।
দেশের অন্যতম পোশাকের পাইকারি মার্কেট বঙ্গবাজার। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের রুচিসম্মত আর আধুনিক সব পোশাক কম দামে মিলত এখানে।
এ মার্কেট থেকেই সারাদেশের জেলায় জেলায় পোশাক কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। আগুনের সব দোকান পুড়ে যাওয়ায় তা এখন বন্ধ। এর প্রভাব পড়েছে ঈদ মার্কেটে।
বঙ্গবাজারের পোশাকেই জমজমাট বিক্রিবাটা হতো বগুড়ার হকার্স মার্কেটসহ আশপাশের পাঁচ শতাধিক দোকানে। এখন দোকানগুলোতে ঈদের কেনাবেচার মত পোশাকের মজুদ নেই। ফলে সব ধরনের পোশাকের দাম বেড়েছে অস্বাভাবিক।
ঈদ মার্কেটের নিরাপত্তার দাবি করলেন এই ব্যবসায়ী নেতা। সংকট কাটিয়ে নতুন পোশাকে ঈদ আনন্দে মেতে উঠবে সবাই, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।