বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে সাবেক এমপি কামরুন্নাহার পুতুল ও গাইবান্ধায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে সাবেক এমপি কামরুন্নাহার পুতুল ও গাইবান্ধায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে বগুড়া–জয়পুরহাটের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল গেলো রাতে বগুড় মারা গেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। দু’দিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি । তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক কাপড় ব্যবসাযীর মৃত্যু হয়েছে। মৃত্যু সুদারশন দেবনাথ গোবিন্দগঞ্জ উপজেলা শাপমারা ইউনিয়নের খামার পাড়া গ্রামের মৃত বুদাদেব নাথের ছেলে। সে গত কয়েকদিন ধরে ব্যবসায়িক কাজে কাপড় কিনতে নারায়নগঞ্জে যায়। সেখান থেকে এসে জ্বর ও সর্দি নিয়ে অসুস্থ্য হয়ে পড়েন । সকালে শারীরিক অবস্থার অবনতি হলে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।