বগুড়ায় তৎপর কিশোর গ্যাং, অল্প বয়সেই জড়াচ্ছে ভয়ংকর অপরাধে
- আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে বগুড়ায়। অল্প বয়সেই ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। চাঁদাবাজি, খুন, জখম, ছিনতাইসহ নানা অপরাধ করছে তারা। এতে উদ্বিগ্ন বিভিন্ন মহল। নিয়ন্ত্রণে অভিযান চালানোর দাবি পুলিশের।
বগুড়া শহরের বিভিন্ন সড়ক ও অলি-গলিতে তৎপর কিশোর অপরাধীরা। দামি মোবাইল ফোন আর বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে এলাকায় ত্রাস আর ভীতি সৃষ্টি করছে। পাড়ায়-পাড়ায় ছোট ছোট গ্রুপ তৈরি করে ইভটিজিং, জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তবে স্থানীয়রা মনে করেন, পরিবারের অসচেতনতায় কিশোররা জড়াচ্ছে অপরাধ কর্মকাণ্ডে।
অপরাধীরা এতটাই দুর্ধর্ষ হয়ে উঠছে এদের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না এলাকার মানুষ। আর ভীতিকর পরিস্থিতি তৈরি করছে তারা। অপরাধরোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানালেন পুলিশ সুপার। সন্তানের উপর অভিভাবকদের নজরদারি বাড়ানো আর সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন সচেতন মানুষ।