বগুড়ায় শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বগুড়ায় শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ঢাকার চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন । ২০১২ সালে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক ছিল।
ভোরে বগুড়ার মোকামতলা বন্দরে শ্বশুরবাড়ি থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, বৃহস্পতিবার রাতে স্ত্রীসহ শ্বশুরবাড়ি বেড়াতে আসেন আলাউদ্দিন। আলাউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া এবং ছাত্রলীগের রাজনীতি করত। ২০১২ সালে ৯ ডিসেম্বর সকালে বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দর্জি দোকান কর্মচারী বিশ্বজিৎ দাস। ওই সময় কোন কারণ ছাড়াই জগন্নাথ বিশ্বিবদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বিশ্বজিৎকে।