বগুড়ায় সিন্ডিকেটের দখলে চলে গেছে আলু বীজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বগুড়ায় চড়া দামেও মিলছেনা আলু বীজ। সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। সরকারের ঠিক করে দেয়া দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে সব এলাকায়। আলু লাগাতে হিমশিম খাচ্ছে কৃষক।
আলু লাগানোর ভরা মৌসুম এখন। হঠাৎ করে দাম বেশি হওয়ায় এবার লাভের আশায় আলু চাষে ঝুঁকছে কৃষক। কিন্তু ৬৫ টাকা কেজিতেও মিলছেনা বীজ। ডিলার আর ব্যবসায়ীদের দোকানে দোকানে ঘুরছে চাষীরা।
সরকারিভাবে বীজ দেয়া হলেও প্রয়োজনের তুলনায় কম। দামও অনেক বেশি। এদিকে, বীজ না পেয়ে অন্য ফসল লাগাচ্ছে অনেকে।
তবে, আলু বীজের সংকট নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ।
বীজ সংকট সমাধানে জরুরি উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে কৃষক।