বঙ্গপোসাগরে বিশেষ অভিযানে ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে দু’দিন ধরে বঙ্গপোসাগরে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে কোস্টগার্ড।
দুপুরে কোস্টগার্ডের পতেঙ্গা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মা মাছ রক্ষা ও অবৈধ জাল ব্যবহাররোধে গেল ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাগরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দ্বীপ, ভাসানচর, কাট্টলীসহ বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্টগার্ড।