বঙ্গবন্ধুকে স্বরপরিবারে হত্যা একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড
- আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনককে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধকে হারাতে শুরু করে। তিনি আরো বলেন, মুলত দেশকে সাম্প্রদায়িক রাজনীতি এবং নব্য পাকিস্থানে রুপান্তর করার জন্যই ১৫ আগস্ট এই নির্মম হত্যাকান্ড ঘটানো হয়েছিল। সকালে ১৪ দল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে অলনাইলে আলোচনার আয়োজন করে ১৪ দল। এসময় আলোচনায় অংশ নিয়ে ১৪ দল নেতারা বলেন, দেশকে সাম্প্রদায়িক রাজনীতির রচনা, নব্য পাকিস্থানে রুপান্তর করা এবং ৭১ এর পরাজয়ের গ্লানি মুচতে ১৫ আগস্টের এই নির্মম হত্যাকান্ড ঘটানো হয়েছিল।
এসময় বঙ্গবন্ধুকে স্বরপরিবারে হত্যা একটি সুপরিলল্পিত রাজনৈতিক হত্যাকান্ড উল্লেখ করে ১৪ দল নেতারা বলেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরিয়ে আনতেই এ নির্মম হত্যাকান্ড ঘটানো হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাই প্রমান করে এখনো চক্রান্তকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা দেশ থেকে জাতীর জনকের নাম মুছে ফেলার জন্য চেয়েছিল। তাই সবাইকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং দেশ থেকে নব্য পাকিস্থানীদের বিতাড়িত করতে কাজ করতে হবে।