বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্র ধারাকে বিনষ্ট করেছিল ষড়যন্ত্রকারীরা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্র ধারাকে বিনষ্ট করেছিল ষড়যন্ত্রকারীরা। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে। যারা গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর নামে উঁসকে দিয়ে আন্দোলনে নামাচ্ছে, তাদের খুঁজে বের করার নির্দেশ দেন শেখ হাসিনা। ঐতিহাসিক ছয় দফা দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
ছয় দফা। বাঙ্গালী জাতির মুক্তির সনদ। যেটি সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি-আন্দোলনের অনুপ্রেরণার উৎস হিসেবেও বিবেচিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর ২৩-বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে যোগ্যতা থাকলেও সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হতো বাঙ্গালীরা। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছিলেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আওয়ামী লীগ সরবকারই গণতন্ত্রের ধারা ফিরিয়ে এনেছে। দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রয়েছে বলেও জানান তিনি।
যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যে দাম সাড়া বিশ্বে বেড়ে যাচ্ছে। ভুর্তুকি দিয়ে দেশের দ্রব্যমূলের নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানান প্রধামন্ত্রী।
বেতন বাড়ানোর নামে যারা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উঁসকে দিচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে বলেও জানান সরকার প্রধান।
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় আবারও দু:খ প্রকাশ করে, সবাইকে আরো বেশি সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।