বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে
- আপডেট সময় : ০১:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। খুব শিগগিরি তা বাস্তবায়িত হবে বলেও জানান তিনি। তবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই বাছাইয়ে আরো সময় নেবে সরকার। সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরো বলেন, জাতীয় পরিচয় পত্র তৈরীর সক্ষমতা নির্বাচন কমিশনের নেই।
গত ৯ ফেব্রুয়ারি ৭২তম সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করে। তাদের দাবি— এই খুনের নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান। আর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়।
বুধবার সকালয়ে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেন কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৈঠকের আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন বাস্তবায়নের অপেক্ষা।
বৈঠক শেষে সাংবাদিকদেরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো জানান, জাতীয় পরিচয়পত্র তৈরির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী নাশকতার ঘটনায় জড়িত হেফাজতকর্মীদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক আ ক ম মোজাম্মেল হক।