বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে এগিয়ে নিয়ে যাওয়া পুলিশের লক্ষ্য: বেনজির আহমেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর নীতি ও আর্দশকে ধারন করে সেবা মান এগিয়ে নিয়ে যাওয়ার পুলিশের লক্ষ্য বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ।
দুপুরে ঐতিহাসিক সাতই মার্চ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিমে আনন্দ উৎসব আনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, ৭ ই মার্চকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একদিন নয় মাসব্যাপী এটি উদযাপন করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। প্রথমবারের মতো ৭ই মার্চ উপলক্ষে দেশব্যাপী আনন্দ উৎসব আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে রাজধানীসহ দেশের প্রত্যেকটি থানায় দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র তারকারাসহ পুলিশের উধবর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর থেকে প্রতি বছরই দিনটি উদযাপন করারও ঘোষণা দিয়েছে পুলিশ মহা পরিদর্শক।