বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের অচিরেই ফিরিয়ে এনে, ফাঁসির রায় কার্যকর করা হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। ২৫ মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
৭১ এর ২৫ মার্চ । মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। পাকিস্তানী হানাদারদের ভারী অস্ত্রের গোলায় ঝাঁঝরা হয়ে যায় রাজারবাগের সবকটি ব্যারাক। অসংখ্য পুলিশ সদস্য অকাতরে জীবন দান করেন।
রাজারবাগ থেকেই শুরু হয় প্রথম প্রতিরোধ যুদ্ধ।
আত্নোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে পুলিশের শীর্ষ কর্মর্তাদের নিয়ে শ্রদ্ধা জানান স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শ্রদ্ধা নিবেদন শেষে, সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বে সংঘটিত গণহত্যার মধ্যে সবচেয়ে নৃশংস ঘটনা ২৫ মার্চ কালরাতে বাংলাদেশে সংঘটিত হয়।
৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের অচিরেই ফিরিয়ে আনা হবে।
এদিকে, রাজধানীর ইস্কাটনে পুলিশ অফিসার্স কোয়াটারে পুলিশ সার্ভিস এসোশিয়েশনের উদ্যোগে মুজিব কর্ণার উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মুজিব কর্ণার ঘুরে দেখেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।