বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আসছেন ৪ রাষ্ট্রপ্রধান
- আপডেট সময় : ০৭:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা সরাসরি অংশ নেবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহৎ এই অনুষ্ঠান ঘিরে কোন নাশকতার শঙ্কা নেই বলে জানান তিনি। অন্যদিকে আমন্ত্রিত অতিথির সবাইকেই করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ মোট ১০ দিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান হবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এ অনুষ্ঠানের প্রথম ৪দিনই থাকবেন বিদেশী অতিথিরা। কেমন হবে এ আয়োজন, আর অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা উপকমিটির এই সভা হয় ।
বিদেশি প্রতিনিধিদের অনুষ্ঠান তাদের যাতায়াতের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া সহ সার্বিক নিরাপত্তায় কোন শঙ্কা আছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এবার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন প্রতিবেশী ৪টি দেশের সরকার প্রধান ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।