জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির বিনম্র শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা জানানোসহ আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী।
কালিয়াকৈরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলার বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং জোর তৎপরতা চালানো হচ্ছে।
চট্টগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে সার্কিট হাউস থেকে শোক রেলী বের করে বিভাগীয় ও জেলা প্রশাসন। শ্রদ্ধা জানানো হয় শিল্পকলায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে স্থানীয় এক কনভেনশন সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া, শোক রেলী ও আলোচনা সভা হয়। বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা জানান, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর, রাজনৈতিক সংগঠনের নেতারা। পরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা হয়।
খুলনায় জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ পেশাজীবী সংগঠনের নেতারা। সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
গাইবান্ধায় জেলা বিচার বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এরআগে জেলা ও দায়রা জজ কোর্টে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় ।
এছাড়া নড়াইল,পটুয়াখালী,ফরিদপুর,মানিকগঞ্জ,নেত্রকোণায় ,বরগুনায়সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।