বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র
- আপডেট সময় : ০৬:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আনন্দ রেলী, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে ১৫ আগস্ট শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
চট্টগ্রাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় প্যানেল মেয়র, কাউন্সিলরসহ অন্যরা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে আনন্দ রেলী হয়েছে নারায়ণগঞ্জে। শহরের চাষাঢ়া থেকে রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কাউন্সিলররা। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
বরিশাল নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে কাউন্সিলর এবং মহানগর যুবলীগ নেতারা পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
নড়াইলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন ও দোয়া করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ফরিদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা হয়।