বঙ্গবন্ধুর বাংলাদেশে একজনও ঠিকানাহীন-কর্মহীন থাকবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর বাংলাদেশে একজন মানুষও ঠিকানা বিহীন এবং কর্মহীন থাকবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণে ভাগ্য পরিবর্তনে কাজ করে তা আজ প্রমাণিত। গণভবনে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭৫’এর ১৫ আগস্টের পর যারাই ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে আর নিজেদের আখের গুছিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৪০ হাজার গৃহহীন পরিবারকে ঘর ও জমির মালিকানা বুঝিয়ে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন মানুষের জন্য সরকারের তৈরী করা আবাসনের দৃশ্য এটি। মুজিববর্ষ থেকে শুরু হওয়া এই উদ্যোগ সারাদেশ জুড়ে বিস্তৃত। এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৫৫ হাজার পরিবারকে পুর্নবাসন করেছে সরকার।
আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় চতুর্থ দফায় ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় অনলাইনে যুক্ত ছিলেন গাজীপুর, বরিশাল ও সিলেটের জেলা প্রশাসকসহ গৃহহীন পরিবারের প্রতিনিধিরা।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের আখের গোছানো ছাড়া জনকল্যাণে কিছুই করেনি।
যে মাটিতে বঙ্গবন্ধু জন্মেছেন, যে মাতৃভূমিকে তিনি সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন, সে দেশে কেউ গৃহহীন থাকবে না বলে– সাফ জানিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা।
শুধু বাড়ি নয়, নিম্ম আয়ের মানুষেরা যাতে আত্মমর্যাদা নিয়ে চলতে পারে সেই উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে সমাজের ঠিকানা বিহীন অসহায় মানুষগুলো জমি আর ঘর পেয়ে তাদের অনুভূতি জানায়। সবার কণ্ঠেই ছিল বঙ্গন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা।