বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে বিতর্ক করা মানে দেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে বিতর্ক করা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে বিতর্ক করা মানে দেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে বিতর্ক করা। এ মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সকালে সাভারে, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের দু’দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, যারা ভাষ্কর্য নিয়ে বিতর্ক করছে তাদেরকে দেশের জনগণ প্রতিহত করবে। বিএলআরআই’র মহাপরিচালক ড. নাথুরাম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।