বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আজও মানবন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আজও নেত্রকোনা, নড়াইল ও গোপালগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় জেলা-উপজেলা পর্যায় ছড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এখন ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। এরই অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়নের দেওপুর, পাচকাহনীয়া, দূঘিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে পুরাতন মুকসুদপুর বাজারে ঢাকা-খুলনা সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানবনবন্ধন কর্মসূচী পালন করে গোবিন্দপুরের স্থানীয় নেতাকর্মীরা।