বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় অভিযুক্ত ২ মাদ্রাসা ছাত্রকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ভাঙচুরের মামলায় অভিযুক্ত দুই মাদ্রাসা ছাত্রের ৫ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
তারা হলেন, আবু বক্কর ও নাহিদ। মামলার তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার রোববার দুপুর দুইটার দিকে আসামিদের আদালতে সোপর্দ করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জাতির জনকের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা ছাত্ররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে। তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের খাসকামরায় নেয়া হয়। এর আগে গতকাল এই মামলার অপর দুই আসামি মাদ্রাসা শিক্ষক আল-আমিন ও ইউসুফ একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।