বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ইসলামী দলগুলোর বিরোধিতার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ইসলামী দলগুলোর বিরোধিতার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠকশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারেন বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে মন্ত্রীর সাথে দেখা করতে আসেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় ভারতীয় হাই কমিশনার জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে হাইকমিশন বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছে। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর। যা তাঁর বার্তার নিরবচ্ছিন্নতা এবং তাঁর চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।
বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধীতার পিছনে কোন মহলের ইন্ধন আছে কি না তা পর্যবেক্ষণ করছে সরকার।
পাশাপাশি, বৈঠকের আলোচনার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, আলোচনার মাধ্যমে অতীতে বাংলাদেশ -ভারতের মধ্যকার সীমান্তসহ অনেক সমস্যার সমাধান হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য সমস্যার সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে।
ভারতীয় হাই কমিশনার বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন, তেমনিভাবে তারা মুজিববর্ষও উদযাপন করতে চায়।