বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাংচুর করার প্রতিবাদে সোচ্চার আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন
- আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কার্য ভাংচুর করার প্রতিবাদে সোচ্চার আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন; মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জেলায়।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আলাদা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মহানগর আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। গেলরাতে নগরীর কান্দিরপার বীরচন্দ্র নগর মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন এবং দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ যুবমৈত্রী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের লেকেরপাড়ে সাংস্কৃতিক সংগঠন উদীচীর আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। এসময় দোষীদের বিচারের দাবি জানানো হয়।
শেরপুরও বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ। গেলরাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ।