বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নব গঠিত বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নব গঠিত বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, হোসনেয়ারা বেগম এম পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহ রিয়ার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।