বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছে আওয়ামী লীগ : নৌ-প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে যে সফলতা দেখিয়েছেন, সেই প্রচেষ্টায় বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।এই সত্য অস্বীকার করার কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বিজোরা ইউনিয়নে ৫৩৬টি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের প্রকল্প উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ কথা বলেন। এই দেশে ধর্মকে ব্যবহার করে দেশকে বিপদগামী করার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বিনষ্ট করেছে জিয়া-এরশাদ-খালেদা গংরা। তিনি আরও বলেন, জাতির জনকের স্বপ্ন পূরণে আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।