বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মোশতাক-জিয়ার চক্রান্তে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার মধ্যদিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছিল বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় জাতীয় জীবনে আওয়ামী লীগের অবদান ও ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাতদিন বিরতির পর মঙ্গলবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক। শুরুতেই টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়েছে জানান স্পিকার।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় জীবনে আওয়ামী লীগের অবদান ও ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মোশতাক-জিয়ার চক্রান্তে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে ৭৫-পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছিল।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পাশাপাশি জাতিকে অর্থনৈতিক মুক্তি ও মর্যাদা দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।