বঙ্গবন্ধুর ১০১-তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০১:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ১০১-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকালে রাষ্ট্রপতির পক্ষে মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে কেন্দ্রীয় অওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার লে,কর্ণেল অব, মুহাম্মদ ফারুক খান, এমপি’র নেতৃত্বে দলীয় সভাপতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান এম পি, যুগ্ম সাধারণ সম্পাদক আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা
উপস্থিত ছিলেন।