বঙ্গবন্ধু এক্সেপ্রেসওয়েতে মোটরসাইকেল চালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু এক্সেপ্রেসওয়ে ঢাকা-মাওয়া নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হন সঙ্গে থাকা এক আরোহী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোর সাড়ে ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়ামুখী রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মোঃ রনি নিহত হন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থল উপস্থিত হয়ে আহত আলমগীরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত রনির মৃতদেহ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।