বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও চেক বিতরণ
- আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সকালে যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার এমপি মীর মোস্তাক আহমেদ রবি।
“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান ” শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে নেয়া হয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি।
এদিকে, একই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ করা হয়।