বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ে অংশ নেয়া সাত জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১৯২৫ বার পড়া হয়েছে
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে মধ্যরাতে কার রেসিংয়ে অংশ নেয়া সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।
সকালে কর্ণফূলী থানায় মামলা করেন টানেল কর্তৃপক্ষের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, গত ২৯ অক্টোবর মধ্যরাতে হঠাৎ ১০টি স্পোর্টস কার নিয়ে টানেলে প্রবেশ করে কয়েক যুবক। শুরুতে নিয়ম মানলেও টানেলের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রেসিং শুরু করে তারা। পরে রেসিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে ৪টি গাড়ি ও চালকদের চিহ্নিত করা হয়। তিনটি গাড়িকে এখনো চিহ্নিত করা যায়নি। চিহ্নিত হওয়া কার-চালকদের বিরুদ্ধে সড়ক আইনে মামলা করা হয়েছে।