বঙ্গবন্ধু টানেল ও শিল্পনগর ঘিরে বিনিয়োগের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : বেজা চেয়ারম্যান
- আপডেট সময় : ০১:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
দৃশ্যমান হচ্ছে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরের সম্ভাবনা। অপারেশন শুরু করেছে ৫টি প্রতিষ্ঠান। আরো ২০টি উৎপাদনে যাওয়ার অপেক্ষায়। আর আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হচ্ছে। এই দুটি প্রকল্প ঘিরে চট্টগামে বিনিয়োগে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বেজার নির্বাহী চেয়ারম্যান। শিল্প জোনের সুবিধা জিডিপিতে পেতে হলে, ইউটিলিটি সার্ভিসের নিশ্চিতের পাশাপাশি উদ্যোক্তাদের নীতিগত প্রণোদনা বাড়াতে হবে বলে জানান বিনিয়োগকারীরা।
মীরসরাইয়ের সাগরপাড়ের পরিত্যক্ত বিশাল বেলাভূমি এখন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির হাতছানি দিচ্ছে। ৩৩ হাজার একর জমি নিয়ে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরীকে ঘিরে অন্তত ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে।
কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ২৮ অক্টোবর উদ্বোধন হবে। যা এই অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনায় নতুন পালক যুক্ত করবে।
সরকারের অগ্রাধিকার মেগা প্রকল্প দুটি পরিদর্শন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিনিয়োগকারীদের সুবিধাকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বেজা। যার সুফল ইতিমধ্যে জিডিপিতে মিলতে শুরু করেছে।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বেজা বলছে, এখন পর্যন্ত দেড় শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে এগিয়ে এসেছে। তবে এদের মধ্যে কেউ কেউ জমি বরাদ্দ নেয়ার পরও কাজ শুরু করেনি।
শিল্পনগরীর উদ্যোক্তারা বলছেন, এতবড় ইকোনমিক জোনে বিনিয়োগে আকৃষ্ট করতে যে সব সুযোগ- সুবিধার নিশ্চয়তা থাকার কথা, তা হয়নি এখনো।
বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ি বন্দর ও চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে ইকোনমিক জোনের গুরুত্ব বাড়বে। শিল্প বিনিয়োগে আসবে বৈপ্লবিক পরিবর্তন বলে মনে করেন সংশ্লিষ্টরা।